গাঁজা পাচারের অভিযোগ উঠল নেস ওয়াদিয়ার বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখে ২ বছরের কারাদণ্ড দিল জাপানের এক আদালত। জাপানের সেপরো জেলা আদালত ওয়াদিয়া গ্রুপের উত্তরাধিকারী ও কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম মালিক নেসকে ২ বছরের কারাদণ্ডের সাজা শোনায়।
প্রসঙ্গত, গত মার্চ মাসে জাপানের হোক্কাইডো দ্বীপের নিউ চিটোস বিমানবন্দরে ২৫ গ্রাম মাদক গাঁজা সহ ধরা পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় তাঁকে। ধরা পড়ার পর নেস জানিয়েছিলেন নিজে সেবন করবেন বলেই গাঁজা সঙ্গে রেখেছিলেন। ভারতের প্রভাবশালী শিল্পপতি হওয়ায় গ্রেপ্তারের পর জাপানে অত্যন্ত গোপন স্থানে রাখা হয়েছিল নেসকে। প্রায় ২০ মার্চ পর্যন্ত তাঁকে আটক রাখা হয়েছিল।
এমনকি অভিনেত্রী প্রীতি জিন্টাও তাঁর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিল। তা নিয়ে একসময় বেশ জল ঘোলা হয়েছিল। আবার সেই নেস ওয়াদিয়া গাঁজা পাচারের অভিযোগে সংবাদের শিরোনামে উঠে এল।