হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে খেলার কাজটা কিছুটা হলেও কঠিন করে দিল। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ কিংস ইলেভেন পাঞ্জাবকে বড় ব্যবধানে হারানোয় নেট রান রেটেও খুব ভাল জায়গায় চলে গেছে তারা।
সোমবারের পরে নাইটদের সামনে অঙ্কটা হল, দীনেশ কার্তিকদের শেষ দুটো ম্যাচ জিততেই হবে (প্রতিপক্ষ পাঞ্জাব এবং মুম্বই)। কিন্তু শুধু জিতলেই হবে না। পাশাপাশি দীনেশ কার্তিকদের প্লে-অফে যেতে হলে তাকিয়ে থাকতে হবে হায়দ্রাবাদ আর রাজস্থান রয়্যালস দল দুটোর ম্যাচের দিকেও। হায়দরাবাদের এর পরে ম্যাচ বাকি মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। কেকেআর যদি শেষ দুটো ম্যাচ জেতে আর হায়দরাবাদ দুটোতে এবং রাজস্থান একটাতে হারে, তা হলে নাইটরা উঠে যাবে প্লে-অফে। আর তা নাহলে নাইটদের প্লে-অফে খেলার আশা নেই। কেকেআরের স্বপ্ন শেষ হয়ে যাবে যদি তারা শেষ দুটো ম্যাচের দুটোতেই হেরে যায়। সে ক্ষেত্রে মুম্বই হায়দ্রাবাদ প্লে-অফে উঠে যাবে। একটা ম্যাচ হেরেও কেকেআর প্লে-অফে যেতে পারে, কিন্তু সে ক্ষেত্রে হায়দ্রাবাদকে দুটো ম্যাচেই হারতে হবে।
হায়দ্রাবাদের নেট রান রেট এখনও সব চেয়ে ভাল জায়গায় রয়েছে। সে ক্ষেত্রে কেকেআরকে শেষ দুটো ম্যাচে খুব বড় ব্যবধানে জিততে হবে। কিন্তু হায়দ্রাবাদ দুটো ম্যাচ জিতে গেলে তারা ১৬ পয়েন্ট নিয়ে সরাসরি চলে যাবে প্লে-অফে। আর তা যদি না হয়, হায়দ্রাবাদ যদি হারে দু’টো ম্যাচে তবে হায়দ্রাবাদের পয়েন্ট হবে ১২, রাজস্থানের ১২, কেকেআরের ১৪। আর প্লে-অফের বাকি তিনটে দল হবে চেন্নাই সুপার কিংস, দিল্লী ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। এবার শুধু দেখার পালা প্লে-অফে কারা নিজেদের জায়গা করে নিতে পারে।