আবার সংবাদের বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে মানেকা গান্ধী। পূর্বে এই একই অপরাধে নির্বাচন কমিশনের শাস্তির মুখে পড়তে হয়েছিল। বন্ধ হয়ে গেছিল তাঁর প্রচার। এইবার ফের তাঁকে ধমক দিয়ে সতর্ক করল কমিশন।
মানেকার বিরুদ্ধে অভিযোগ, রবিবার সুলতানপুরে প্রচারে যান কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী। সেখানে মহিলা মুসলিম ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যদি তাঁকে ভোট না দেন তাহলে তিনিও তাদের অনুরোধ রাখতে পারবেন না। পাশাপাশি তাঁকে জানিয়ে দেওয়া হয়, নির্বাচন কমিশন তার এই বক্তব্যের তীব্র নিন্দা করেছে।
নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ বারবার উঠেছে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। এর আগেও সরকভিন্দার প্রচার মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্যের জেরে চাপে পড়ে গেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। শাস্তিও পেয়েছিলেন। কিন্তু তারপরও সেই একই ধরনের বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। আর সেটা কমিশনের চোখের আড়াল হয় নি। যথারীতি ধমক দিয়ে সতর্ক করে দেয় কমিশন।