নরেন্দ্র মোদীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে সেনা থেকে বরখাস্ত হওয়া তেজ বাহাদুরকে টিকিট দিল অখিলেশের দল। নির্বাচনের মধ্যেই প্রার্থী বদল করে চমক দিল সমাজবাদী পার্টি। নির্দল প্রার্থী তেজ বাহাদুরকে নিজেদের দলে নিয়ে গেরুয়া শিবিরকে রীতিমত অস্বস্তিতে ফেলে দিলেন সপা।
প্রসঙ্গত, ২০১৭ সালে ভারতীয় সেনাবাহিনীকে নিম্ন মানের খাবার পরিবেশন করার অভিযোগ তুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলেন হরিয়ানার ছেলে তেজ বাহাদুর যাদব। পরিণাম হিসাবে হারাতে হয়েছিল জওয়ানের চাকরি। সেই সেনাবাহিনীর প্রতি বর্তমান সরকারের ব্যর্থতার বিষয়গুলি তুলে ধরতেই ভোটে দাঁড়াচ্ছেন তিনি।
তেজ বাহাদুরের কথায়, ভারতীয় সেনাদের প্রতি দায়িত্ব-কর্তব্য পালনে সফলতার বিষয় তুলে ধরে ভোট চেয়ে বেড়াচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু আদপে তিনি কিছুই করেন নি। সম্প্রতি ফেব্রুয়ারিতে পুলওয়ামার ঘটনা উল্লেখ করে তেজ বাহাদুর বলেন, ৪০ জন জওয়ান মারা গেলেন, তাঁদের শহীদ সম্মানটুকুও দেয়নি মোদী নেতৃত্বাধীন সরকার। ট্যুইটার পোস্টে তিনি লেখেন, ‘এই প্রাক্তন জওয়ান হারতেও চান না , জিততেও চান না। ভারতীয় আধা সামরিক বাহিনীর প্রতি সরকারের ব্যর্থতার বিষয়গুলো তুলে ধরতেই তাঁর নির্বাচনে লড়তে আসা।’
কৃতিত্ব নিয়ে বড়াই করে থাকেন বিজেপি নেতারা৷ সেই সেনার এক বরখাস্ত হওয়া জওয়ান মোদীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় উল্লসিত বিরোধীরা৷ তারা শুরু থেকেই বিজেপি বিরুদ্ধে জওয়ানদের নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলে৷