লোকসভা নির্বাচনে চতুর্থ দফার অন্যতম কেন্দ্র বাংলার বীরভূম। আর সেখানেই একের পর ঘটনায় নাম জড়িয়ে যাচ্ছে বিজেপির। নানুরের পর এবার খবরে উঠে এল বীরভূমেরই সদাইপুর। সেখানে ভোট দিতে আসার পর তৃণমূলের ৩ কর্মীকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।
তৃণমূলের অভিযোগ, ওই তিন কর্মী যখন ভোট দিতে আসছিলেন, তখনই তাঁদের ওপর চড়াও হয় বিজেপি কর্মীকে। মাটিতে ফেলে লাঠি, বাঁশ দিয়ে তাঁদের ব্যাপক মারধর করা হয় অভিযোগ। শুধু তাই নয়, ভোট দিতে গেলে তাঁদের প্রাণে হুমকিও দেওয়া হয়।
ওই তিন কর্মী এখন হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রানুযায়ী, ওই তিন তৃণমূল কর্মী এমনই আহত হয়েছেন যে, তাঁদের তড়িঘড়ি সিউড়ি সদর হাসপাতালে ভরতি করতে হয়েছে। তিনজনের অবস্থাই বেশ আশঙ্কাজনক।