‘ভোটে গুলি চালানোর কোনও অধিকার নেই কেন্দ্রীয় বাহিনীর’। দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় এভাবেই গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের চতুর্থ দফার ভোটে বীরভূম লোকসভা কেন্দ্রের দুবরাজপুরের পুদমা ভোটকেন্দ্রে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সোমবার বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুরের সমর্থনে প্রচার সভা করে এই প্রসঙ্গে কেন্দ্র ও বাহিনীকে কাঠগড়ায় তোলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর আচরণের তীব্র নিন্দা করে মমতা বলেন, ‘রাজ্যে গুলি চালানোর ক্ষমতা কেন্দ্রীয় বাহিনীর নেই। কারণ আইন শৃঙ্খলা রাজ্যের হাতে রয়েছে। হিসাব মতো সিআরপিএফ জওয়ানরা বুথের বাইরে থাকবেন। আর বুথের ভেতরে থাকবেন রাজ্য পুলিশ। কারণ সারা বছর রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্য পুলিশই রক্ষা করে থাকেন’।
এই প্রসঙ্গে তোপ দেগে মমতা বলেন, ‘বিজেপি মানুষের ওপর বিশ্বাস করতে পারে না বলেই দিল্লীতে পুলিশ দিয়ে ভোট করায় আর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে’। মোদী সরকারকে এদিন তোপ দেগে মমতা বলেন, ‘বিজেপি যতই টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করুক। মানুষ আমাদের ভোট দেবেন উন্নয়নের নিরিখে। তাঁরা জানেন, তৃণমূল তাঁদের জন্যে কী কী কাজ করেছে’।
এদিন তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মমতা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কৃষকদের জন্যে আমরা বিমার ব্যবস্থা করেছি। কৃষকদের ঋণ মুকুব করেছি। আর ওরা (বিজেপি) এখন দরদ দেখাচ্ছে। ভোটের আগে নাটক সব। ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন মোদীর জন্যে’।