দুবরাজপুরের কানদিঘির ২৮৪/২৫৯ নং বুথের মধ্যেই ভোটারদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে কেন্দ্র বাহিনী। তারপরই কেন্দ্রীয় বাহিনীর তরফে বুথের মধ্যেই গুলি চালানো হয় বলে অভিযোগ। আর এই ঘটনার তীব্র নিন্দা করেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। ঘটনাস্থলে পৌঁছে যান তিনি। আর তীব্র রাগ উগরে দেন তিনি কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে। ‘গুলি চালানোর সাহস কীভাবে হয়?’ এমন ভাষাতেই ক্ষোভ দেখান তিনি। তাঁর স্পষ্ট অভিযোগ, বিজেপির হয়ে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী৷ বুথের মধ্যে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তাঁরা৷ বাহিনীর বিরুদ্ধে কমিশনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷
শুধু তাই নয় তিনি আরও বলেন এক্তিয়ারের বাইরে গিয়ে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ তাদের এই ক্ষমতা নেই৷ বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ এবিষয়ে কমিশনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷ ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ওই বুথের ভোটগ্রহণ৷ পরে রাজ্যে পুলিশের তৎপরতায় এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়৷
শুধু তিনি নন বীরভূমের এই ঘটনায় তীব্র প্রতিবাদ করেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। তাঁর কথায়, ‘কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে ভোট করছিল। আমরা প্রতিবাদ করায় গুলি চলেছে। অভিযোগ করেছি।’