রবিবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জগৎবল্লভপুরের মুন্সিরহাট, ডোমজুড় ও বাঁকড়া বাজারে তিনটি জনসভা করেন ফিরহাদ হাকিম। সভামঞ্চ থেকে মোদীকে দেশের গণশত্রু বলে উল্লেখ করলেন মেয়র।
পাঁচ বছরে এই বাংলায় মানুষের বিপদে–আপদে মোদী একবারও আসেনি বলে অভিযোগ তুলে ফিরহাদ বলেন, ‘ভোটের আগে এই রাজ্যে এসে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে মিথ্যে কথা বলে দাঙ্গা বাধাতে চাইছেন। এভাবেই দেশের মানুষের সামনে ‘গণশত্রু’তে পরিণত হয়েছেন মোদী দেশের মানুষ আগে কোনও দিন এরকম মিথ্যেবাদী প্রধানমন্ত্রী দেখেননি।’
ফিরহাদ বলেন, ‘স্বাধীনতার পর সমস্ত প্রধানমন্ত্রীই কোনও না কোনও ভাল কাজের নিদর্শন রেখে গেছেন। কিন্তু মোদী পাঁচ বছরে একটা ভাল কাজেরও নিদর্শন রাখতে পারেননি। এমনকী নির্লজ্জের মতো দেশের সেনাবাহিনীকে নিয়েও রাজনীতি করছেন মোদী। দেশের মানুষ তাঁর স্বরূপ চিনে ফেলেছেন। এই ভোটেই যোগ্য জবাব পেয়ে যাবেন মোদী।’
ফিরহাদ আরও জানিয়েছেন, “‘৫ বছরে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া ছাড়া কোনও কাজই করেনি মোদী। অচ্ছে দিনের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন মোদি। যার উত্তর এই ভোটেই মানুষ তাঁকে দিয়ে দেবে। নোটবন্দি করে দেশবাসীর সর্বনাশ করেছেন মোদী। এর ফলে ব্যবসায়ীরা মার খেয়েছেন। কর্মসংস্থানের পরিবর্তে দেশের অসংখ্য মানুষ কর্মহীন হয়েছেন। মানুষকে পুরো ভাঁওতা দিয়ে অসংখ্য বার বিদেশ ভ্রমণ করেছেন মোদী”।
এবারে দেশজুড়ে প্রবল ভাবে বইছে মোদী বিরোধী হাওয়া। তারওপরে প্রতিটি সভায় যেভাবে মোদীর ব্যর্থতার চিত্র তুলে ধরছে তৃণমূল তাতে করে বিজেপি ফিনিশ হওয়া কার্যত সময়ের অপেক্ষা।