বোল্ড অ্যান্ড ক্যাপিটালে ‘ইন্ডিয়া’ লেখা অক্ষয়ের ভোটাধিকারই নেই। এয়ারলিফট, রুস্তম, কেশরী-র মতো রক্ত গরম করা দেশাক্তবোধক ছবি যিনি তৈরি করেছেন, যার ছবি দেখে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয়, তাঁরই ভারতে ভোট দেবার অধিকার নেই। সম্প্রতি কিছুদিন আগেই প্রধানমন্ত্রীর ইন্টারভিউ নিয়েছেন। হাজার একটা কথা বলেছেন সেখানে কিন্তু গণতন্ত্রেরই অধিকার নেই অক্ষয়ের। দেশ জুড়ে চলছে চতুর্থ দফার ভোট গ্রহণ। ভোট দিচ্ছেন বি-টাউনের সেলেবরা। কিন্তু মুম্বইবাসী হলেও অনেক তারকা এমন আছেন যারা ভারতে গণতন্ত্রের অধিকারে ভোট দিতে পারেননা। অক্ষয় কুমার ভারতীয় নাগরিক নন বলে কয়েকদিন আগেই বিতর্ক তৈরি হয়েছিল। তবে শুধু অক্ষয় নন, এই তালিকায় রয়েছেন আরও অনেকে। যেমন, আলিয়া ভট্ট, দীপিকা পাডুকোন, ক্যাটরিনা, জ্যাকলিন।
অক্ষয় কুমার পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন। কানাডার তরফ থেকে তাঁকে সাম্মানিক নাগরিকত্ব দেওয়া হয়। ভারতীয় সংবিধান অনুযায়ী, কোনও নাগরিক দ্বৈত নাগরিকত্ব রাখতে পারেন না। তাই অক্ষয় ভারতের নাগরিকত্ব ছাড়তে হয়েছে। আর তাই ভোট দিতে পারেন না অক্ষয় কুমার। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিয়েছেন অক্ষয়। একাধিক দেশাত্মবোধক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। বিভিন্ন সময় পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীরও। পুলওয়ামা হামলায় শহিদ জওয়ানদের পরিবারের জন্য পাঁচ কোটি টাকা দান করেছেন তিনি। কিন্তু দেশের সরকার নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নেই অক্ষয়ের।
আলিয়া ভট্ট বলিউডের জনপ্রিয়তম অভিনেত্রী। সম্প্রতি ‘গাল্লি বয়’ কিংবা ‘কলঙ্ক’ একের পর এক ছবিতে চুটিয়ে অভিনয় করছেন তিনি। তবে দেশে ভোত দিতে পারেন না তিনি। কারণ আলিয়ার কাছে রয়েছে ব্রিটিশ নাগরিকত্ব। তাঁর মা সোনি রাজদানও একজন ব্রিটিশ নাগরিক। সেই সূত্রেই আলিয়া ব্রিটেনের নাগরিকত্ব পেয়েছেন। দীপিকা পাডুকোন দক্ষিণ ভারতের মেয়ে কিন্তু জন্ম হয়েছে ডেনমার্কে। যদিও কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই রয়েছেন মুম্বইতে। বড় হয়েছেন বেঙ্গালুরুতে। তবে জন্ম ডেনমার্কে হওয়ায় তাঁর কাছে রয়েছে ড্যানিশ পাসপোর্ট। তাই ভারতে ভোট দিতে পারেন না তিনিও।
ক্যাটরিনা বলিউডে কাজের সূত্রেই মুম্বইতে এসেছেন তিনি। আদতে জন্ম, বড় হওয়া- সবটাই দেশের বাইরে। তিনি জন্মেছেন হংকং-এ। তাঁর কাছেও রয়েছে ব্রিটিশ পাসপোর্ট। তাই ভারতে ভোট দেওয়ার অধিকার নেই। জ্যাকলিন জন্মসূত্রে ভারতীয় নন। কিন্তু বলি পাড়ায় তাঁর আনাগোনা অনেক। ভালো অভিনয় করেন। কিন্তু ভারতে তাঁর ভোট দেওয়ার অধিকার নেই।