চলতি লোকসভা ভোটের প্রচারে এক নতুন মাত্রা যোগ করেছে তৃণমূল। অনলাইন ওয়েব সিরিজ থেকে আধুনিক ধাঁচের বাংলা গান – নিত্যনতুন আইডিয়া। আবার প্রধানমন্ত্রীর ‘জুমলা’ ফাঁসে বিশেষ ভিডিয়ো পোস্ট। আছে ‘জুমলা মিটার’। এবার মোদী সরকার ও বিজেপিকে নিশানা করে ‘প্রধানমন্ত্রী হিসাব দাও’ সিরিজ আনল জোড়াফুল শিবির। মুহূর্তে জনপ্রিয়তাও আদায় করে নিয়েছে এই অভিনব ভোট প্রচার।
এই প্রচার-মাধ্যমে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে ছোট ছোট ভিডিয়ো সিরিজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল। দু-এক মিনিটের একেকটি ভিডিও স্বয়ংসম্পূর্ণ তথ্যচিত্র যেন। যেমন একটি ভিডিওতে তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় সরকারের ‘বেটি পড়াও, বেটি বাঁচাও’কর্মসূচির ‘ব্যর্থতা’। তার বিপরীতে তুলে ধরা হয়েছে বাংলার সেই ছাত্রীদের আখ্যান, যাদের স্কুলে পৌঁছনোর পথকে সুগম করে তুলেছে সবুজসাথী প্রকল্পের সাইকেল। এই বৈপরীত্যের ছবি তুলে ধরেই প্রধানমন্ত্রীর কাছে হিসাব চাওয়া হচ্ছে, জনসাধারণকে হিসাব চাইতে বলা হচ্ছে।
এভাবেই অন্যান্য ভিডিওতে উঠে এসেছে, দেশের বাড়তি বেকারত্ব, নারী শিক্ষা, কৃষি, শিল্পের মতো বিভিন্ন ইস্যু। পরিসংখ্যান তুলে ধরে দেখিয়ে দেওয়া হয়েছে মোদীর কাজের ভুল-ত্রুটি। একইসঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন সাফল্যের খতিয়ানও জানানো হয়েছে। এভাবেই প্রধানমন্ত্রী হিসাব দাও’ হ্যাশট্যাগে নতুন নতুন ভিডিও প্রকাশ হচ্ছে এই সিরিজে। প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন প্রশ্নের মুখে দাঁড় করানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।