ভোপাল লোকসভা কেন্দ্র থেকে মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুরকে কংগ্রেসের দিগ্বিজয় সিংয়ের বিপরীতে প্রার্থী করেছে বিজেপি। এ খবর পুরোনো। এরপর নদী দিয়ে অনেক জল বয়ে গেছে। একাধিকবার বিতর্কে জড়িয়ে গেছেন তিনি। তাঁর কর্মকাণ্ড ও মন্তব্যের জেরে অনেকবার শিরোনামে উঠেছে তাঁর নাম তৈরি হয়েছে বিতর্ক। এইবার সেই প্রজ্ঞাকে প্রার্থী করা নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন এনসিপির জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র আওহাদ৷
প্রজ্ঞাকে বিজেপির প্রার্থী করাকে ‘কৌশলগত ব্যর্থতা’ বলে উল্লেখ করলেন জিতেন্দ্র আওহাদ৷ এজন্য বিজেপিকে যে মূল্য দিতে হবে এবং বিজেপি ২২০-র বেসি আসন পাবে না, সেই কথাও বলেন তিনি৷ এছাড়া, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির এই নেতা একহাত নেন অক্ষয়ের করা মোদীর ইন্টারভিউকেও৷ তাঁর মতে, এটি একটি পাবলিসিটি স্টান্ট৷ এই সাক্ষাৎকার মোদীর ভয়কেই প্রকাশ্যে তুলে ধরেছে বলে মনে করেন তিনি৷
সাধ্বী প্রজ্ঞাকে নিয়ে এমনিতেই বিতর্ক ছিল দেশ জুড়ে। আর তারপর এনসিপির নেতার এই মন্তব্য আলোড়ন তুলেছে জাতীয় রাজনীতিতে।