লোকসভা নির্বাচনের মধ্যেই বিজেপিকর্মীর বিরুদ্ধে দলীয় কর্মীকেই ধর্ষণের অভিযোগ পূর্ব বর্ধমানে। ঘটনাটি ঘটেছে কাটোয়ার পানুহাটের। আর তা সামনে আসতেই বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে।
প্রসঙ্গত, নির্যাতিতা অভিযোগ করেন যে শুক্রবার রাতে তাঁকে পতাকা টাঙানোর নাম করে তাঁর স্বামীকে ডেকে নিয়ে যায় কয়েকজন বিজেপি কর্মী। এর পর ফাঁকা বাড়িতে তাঁকে ধর্ষণ করে সুরজিত্ সরকার ও চঞ্চল মণ্ডল নামে অন্য ২ বিজেপি কর্মী। কিছুক্ষণ পর স্বামী ফিরে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। তাঁকে বেদম মারধর শুরু করেন তিনি।
ঘটনায় সুরজিত সরকার ও চঞ্চল মণ্ডলের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।