‘বাংলা শান্তির জায়গা। এখানে দাঙ্গা নেই। তাই ঈর্ষা হচ্ছে বিজেপির’। শনিবার হাওড়ার আমতা থেকে এভাবেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মোদী সরকারকে ভুঁইফোড়, অত্যাচারী, দানবিক সরকার বলেও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী।
এদিনের জনসভা থেকে মোদীকে সরাসরি আক্রমণ করে মমতা বলেন, ‘বহুরূপী মোদী বারবার রূপ বদলায়৷ সে আবার কেমন চৌকিদার? পাঁচ বছরে শুধু ঘুরে বেরিয়েছে৷ একটাও কাজ করেনি৷ আমি আজ সকালে খবর নিয়েছি, উত্তরপ্রদেশে ২০টার বেশি আসন পাবে না মোদী৷তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে আসন কমবে৷পাঁচ বছরে চা বিষ হয়ে গেছে। তাই চৌকিদার হয়েছে’।
ফের একবার নরেন্দ্র মোদীকে ‘রসগোল্লা’ নিয়ে খোঁচা দেন মমতা। বলেন, ‘বাংলায় একটিও আসন পাবে না বিজেপি। মমতার কথায়, ‘বিজেপির জন্য মাটির রসগোল্লা তৈরি হচ্ছে। তাতে কাঁকর মোশানো থাকবে।’এই জনসভায় সিপিএমকেও নিশানা করেছেন মমতা৷ তিনি বলেন, ‘বর্তমানে সিপিএমের হার্মাদরা বিজেপিতে যোগ দিয়ে ওস্তাদ হয়েছে’।
এদিনের প্রচার সভা থেলে মমতা সাফ জানিয়ে দেন, ‘দীর্ঘ লড়াই চালিয়ে ৩৪ বছরের বাম শাসনকে হটিয়েছি। এবার মোদি সরকারকে হটাব, এটা আমার ওয়াদা।’