গত বুধবার ৪৬ বছরে পা দিয়েছেন ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকর। ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম সব জায়গা ভেসে গেছিল শুভেচ্ছার বন্যাতে। জন্মদিনে শচীনকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ছোটবেলার বন্ধু বিনোদ কাম্বলিও। কিন্তু তাঁর বার্তার প্রত্যুত্তর দিতে গিয়ে কাম্বলিকে নিয়ে ট্রোল করলেন শচীন।
কিন্তু হঠাৎ ট্রোল কেন? জানা গেল জন্মদিনে সচিনকে নিজের গলায় গান গেয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন কাম্বলি। টুইটারে কাম্বলি সচিনের হ্যাপি বার্থ ডে উইশ করে লিখে দিয়েছেন, “ইয়াদ করেগি দুনিয়া তেরা মেরা আফসানা!” কিন্তু সেই শুভেচ্ছার উত্তর দেওয়ার সময় কাম্বলিকে সচিন যা বলেছেন, তা নিয়ে হাসি ঠাট্টায় মেতেছেন নেটিজেনরা।
প্রিয় বন্ধুর কাছে জন্মদিনের এমনতর শুভেচ্ছা পেয়ে মাস্টার ব্লাস্টার ধন্যবাদ তো জানিয়েইছেন। সঙ্গে কাম্বলির চুল আর দাড়ির রং নিয়ে হালকা করে খোঁচাও দিয়েছেন। নেহাতই হাসির ছলে কাম্ববির কাছে তাঁর বক্তব্য, “গানটা খুবই সুন্দর! কিন্তু আমি এখনও ভেবে পাই না তোমার দাড়িটা সাদা আর ভ্রু কালো কী ভাবে হল?” সচিনের এই মজাদার খাঁচায় হাসিতে কুটিপাটি খাচ্ছেন নেটপাড়ার লোকজন। সচিন নিজেও যে কাম্বলির চুল-দাড়ির রং দেখে জিভ বের করে একটা স্মাইলি দিয়েছেন।
তিনি এই উত্তর দেওয়ার পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। কেউ বলেছেন, ‘এটা ডিজিটাল যুগ, তাই সব কিছুই হতে পারে।’ কেউ আবার, ‘সচিনের হাস্যরসের প্রশংসা করেছেন।’ তবে কাম্বলির এই ভ্রূ, দাড়ির রঙ নিয়ে হাসি মশকরা চললেও নেটিজেনরাও কাম্বলির গানের প্রশংসা করেছেন।