শুক্রবার ইনস্টাগ্রামে সাকিব আল হাসানের নিজের পোস্ট করা একটা ছবি ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক। ছবিতে দেখা যাচ্ছে, গাড়িতে বসে আছেন শাকিব। মুখে বড় দাড়ি। ক্লোজ শটে নেওয়া এই সেলফি পোস্ট করে তিনি লিখেছেন, ‘জুম্মা মুবারক’।
প্রসঙ্গত, তিনি এখন ভারতে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে খেলছেন। কিন্তু আইপিএলে খেলার সময় তাঁকে লম্বা দাঁড়িতে দেখা যায় নি। আর সেখান থেকেই বিতর্কের শুরু। ছবিটি বর্তমানের না আগের সেই দ্বন্ধ উঠেই আসছে। আর তার জেরেই কমেন্ট বক্সে উঠেছে তাঁর অনুগামীদের মন্তব্যের ঝড়। কেউ লিখেছেন, ‘প্রথমত এটা ফেক দাড়ি কারণ ৩ দিন আগের খেলাতেও আপনার দাড়ি ছিল না, ছবিটা জুম করলেই ফেক দাড়ি দেখা যায়… আর এই দাড়িতে আপনাকে জঘন্য লাগছে আপনার জীবনের সব থেকে জঘন্য ছবি…’ আবার কারও মতে, ‘ভাই এই ফেক দাড়ি লাগিয়ে ছবি দেওয়ার কী দরকার ছিল???? শুধু শুধু নিজের মানসম্মানটুকু ডোবালেন। ছিঃ!’
এইসব মন্তব্যের জেরেই কিছুটা অস্বস্তিতে পড়ে গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করার আগে কতকিছু মাথায় রাখতে হয় সেটাও ভাবাচ্ছে তাঁকে। তাঁর অনুগামীরা যে কতটা তাঁকে ফলো করে সেটাই উঠে এল এই ঘটনার মধ্যে দিয়ে।