দুই রাজনৈতিক দলের মধ্যে গভীর রাতে মাইক বাজানোকে কেন্দ্র করে ঝামেলা। এই ঘটনার বলি এক তৃণমূল কর্মী সমর্থক। অভিযোগের তীর বিজেপির দিকে। কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় প্রাণ গেল এক তৃণমূল কর্মীর। মালদা জেলার পুকুরিয়া থানার সিমলা গ্রামের ঘটনা। দুই দলের সংঘর্ষে বা বলা ভালো হাতাহাতিতে গুরুতর জঘম আরও ৩ তৃণমূল কর্মী। আহতদের আড়াইডাঙ্গা গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুকুরিয়া থানার পুলিশ। এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।
সূত্রের খবর, বৃহস্পতিবার ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে গভীররাত অবধি মাইক বাজছিল। তাই নিয়ে এদিন তৃণমূল এবং বিজেপির মধ্যে বচসা বাঁধে। বচসার জেরে সনাতন মহালদার নামে এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির বিজেপির দিকে।