শুটিং বিশ্বকাপের তৃতীয় দিনে দুটি সোনা পেল ভারত। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ও ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে। তরুণ শ্যুটার মানু ভাকের ও সৌরভ চৌধুরি একনম্বরে শেষ করলেন ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে। তারপর আঞ্জুম মুদগিল ও দিব্যাংশ সিং পানওয়ার ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন। ভাকের ও চৌধুরি ফাইনালে ১৬-৬ পয়েন্টে হারালেন চীনের জিয়ান র্যাজানজিং ও পাং উইকে। ভারতের আরওএক জুটি অপূর্বি চান্ডিলা ও দীপক কুমার জুটি ফাইনালে ষষ্ঠ স্থানে শেষ করেন। তবে তাঁরা বাছাই রাউন্ডে ৫২২.৮ পয়েন্ট পেয়েছেন। অপূর্বিরা শেষ করেন মুদগিলদের উপর।
ভারতীয় জুটি ৪৮২ পয়েন্টে পঞ্চম স্থান পেয়ে ফাইনালে উঠেছিলেন। তাঁরা প্রথম ছ’টি সিরিজ জিতে নেন। এটা মানু ভাকের ও সৌরভ চৌধুরির দ্বিতীয় বিশ্বকাপ সোনা ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে। গত ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপে তাঁরা প্রথম সোনা পেয়েছিলেন। বুধবার ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে মানু ভাকের যোগ্যতা অর্জন করতে পারেননি। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ভারতের আরেক জুটি হিনা সিধু ও রিজভি শাহজার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। তাঁরা কোয়ালিফিকেশন রাউন্ডে দ্বাদশ স্থান পেয়েছেন ৪৭৯ পয়েন্ট সংগ্রহ করে।