লন্ডন অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ী সাইনাই বৃহস্পতিবার দিনের শেষ ম্যাচটা খেললেন। কঠিন লড়াইতে স্ট্রেট গেমে জিতে এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়শিপের কোয়ার্টার ফাইনালে উঠলেন পি ভি সিন্ধু ও সাইনা নেহওয়াল। চিনের উহানে বৃহস্পতিবার দাপট নিয়ে জিতে পুরুষ বিভাগের শেষ আটে পৌঁছলেন সমীর বর্মাও।
বৃহস্পতিবার পুরুষ বিভাগে সমীরের লড়াইটা ছিল হংকংয়ের এনজি কা লং অ্যাঙ্গাসের সঙ্গে। যে লড়াই সমীর জিতলেন ২১-১২, ২১-১৯ ফলে। তবে সমীরের পক্ষে সেমিফাইনালে ওঠা খুবই কঠিন। কারণ কোয়ার্টার ফাইনালে তাঁর সামনে পড়েছেন প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই চিনের শি ইউকি।
প্রতিযোগিতার চতুর্থ বাছাই সিন্ধু এ দিন হারালেন ইন্দোনেশিয়ার চোইরুন্নিসাকে। তাঁর জিততে সময় লাগল মাত্র ৩৩ মিনিট। সিন্ধু জিতলেন ২১-১৫, ২১-১৯। সাইনার থেকে কোয়ার্টার ফাইনালে সিন্ধুর কাজটা তুলনায় সহজ। কারণ, বিশ্বের ছ’নম্বর ভারতীয় তারকা খেলবেন চিনের অবাছাই খেলোয়াড়ের চাই ইয়ানইয়ানের বিরুদ্ধে।
দক্ষিণ কোরিয়ার কিম গা ইউনকে হারাতে সাইনার সময় লাগল ৩৮ মিনিট। জিতলেন ২১-১৩, ২১-১৩। কোয়ার্টার ফাইনালে তাঁর কাজটা বেশ কঠিন। কারণ, সাইনাকে খেলতে হবে জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে। জাপানি প্রতিপক্ষের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে সাইনার জয়-হারের পরিসংখ্যান ২-৭। শেষ ছ’বারের লড়াইয়ে সাইনা মাত্র এক বারই হারাতে পেরেছেন ইয়ামাগুচিকে। ২০১৮-র অক্টোবরে ডেনমার্ক ওপেনে।