টানা ছ’ ম্যাচ হেরে আইপিএল থেকে ছিটকে যাওয়ার মুখে নাইটরা। গতকালও রাজস্থানের কাছ থেকে জয় ছিনিয়ে আনতে পারল না কলকাতা৷
ঘরের মাঠে রাজস্থানের কাছে তিন উইকেটে হেরে প্লে–অফ প্রায় হাতের বাইরে চলে গেল কলকাতার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কার্তিক অনেক প্রশ্নের জবাব দিয়ে ৯৭ রানের ঝকঝকে ইনিংস খেললেন ঠিকই। নাইটরা করল ৬ উইকেটে ১৭৫। তবে জেতা হল না।
দীনেশ কার্তিক মাঠে দাপট দেখালেও দলকে জয় দিতে পারলেন না৷ রাজস্থান-ম্যাচের বল গড়ানোর আগে ক্রমাগত ব্যর্থতার জন্য প্রবল সমালোচিত হচ্ছিলেন কার্তিক। তার উপরে ব্যাটে রান ছিল না। কেন তাঁকে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না, সেই প্রশ্নও উঠেছিল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কার্তিক সব জবাব দিয়ে দিলেন। ৯৭ রানের ঝকঝকে ইনিংস খেললেন ইডেনে। ম্যাচের সেরা কার্তিকের জন্যই নাইটরা করল ৬ উইকেটে ১৭৫। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস চার বল বাকি থাকতে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেল৷
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ফিরে গেলেন কেকেআর ওপেনার ক্রিস লিন। রানের খাতাই খুলতে পারলেন না তিনি। ১৪ বলে ১৪ রান করে আউট শুভমন গিল। পাঁচ ওভারের শেষে কলকাতার রান হয় ৩১–২। ২৬ বলে ২১ রান করে আউট হন নীতীশ রানা। ১০ ওভারে কলকাতার রান গিয়ে দাঁড়ায় ৪৯–৩। এরপরই ৮ বলে ১১ রান করে রান আউট হয়ে গেলেন সুনীল নারিন। ১৫ ওভারের শেষে কলকাতা ১০০–৪। তার মধ্যেই ৫০ রান করে ফেললেন দীনেশ কার্তিক। খারাপ ফর্ম কাটিয়ে এদিন ফিরলেন কেকেআর অধিনায়ক।
২০ ওভারে কলকাতা থামল ১৭৫–৬।
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থনের শুরুর ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে ২১ বলে ৩৪ রান করে আউট হয়ে গেলেন । আগের ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন তিনি। ১৫ বলে ২২ রান করে আউট হয়ে গেলেন সঞ্জু স্যামসনও। ১০ ওভারে রাজস্থান ৭৮–৩। ১০ বলে ১১ রান করে আউট স্টোকস। ১১ বলে ১১ রান করে আউট স্টুয়ার্ট বিনি। তিন উইকেট তুলে নেন পীযুষ চাওলা। দুই উইকেট সুনীল নারিন। ৯ বলে ১৮ রান করে আউট হয়ে যান শ্রেয়াস গোপাল। তারপরেই রাজস্থানের হাল ধরেন রিয়ান পরাগ। ৩১ বলে ৪৭ রান করে আউট হয়ে যান তিনি। ইনিংসের শেষে হিট উইকেট হয়ে যান তিনি৷