অবশেষে নোডাল অফিসার অর্নব রায়ের অন্তর্ধান রহস্যে নতুন মোড় নিল। কাজের চাপেই অবসাদগ্রস্ত হয়ে গা ঢাকা দিয়েছিলেন তিনি এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন স্বয়ং অর্নব। তাঁর অন্তর্ধানের পেছনে যাবতীয় দাবি, জল্পনাতে জল ঢেলে দিল তাঁর এই বক্তব্য।
প্রসঙ্গত, এক সপ্তাহ আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান অর্নব রায়। পুলিশ তদন্তে নেমে কিছুতেই কিনারা করতে পারছিল না। বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের ‘মানসিক অবসাদের’ তত্ত্ব নাকচ করে দিয়েছিলেন অর্নবের স্ত্রী। তারপর থেকেই শুরু হয় না জল্পনা। অন্তর্ধানের পেছনে অন্য কোন ব্যক্তি বা গোষ্ঠীর হাত আছে কিনা তাও খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। অবশেষে বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশন চত্বরেই খোঁজ মেলে অর্ণব রায়ের। মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করেই নিখোঁজ অফিসারের খোঁজ মেলে।
তারপর তাঁকে জেরা করার পর উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। অর্ণব রায়ের জানান, ‘কাজের চাপে মানসিক অবসাদে ডুবে গিয়েছিলাম। ভোটের দায়িত্ব থেকে ছুটি চেয়েও পাইনি। তাই বাধ্য হয়েই গা ঢাকা দিয়েছিলাম। আজ ঠিক করেছিলাম বাড়ি ফিরব। স্ত্রীকেও এই নিয়ে জিজ্ঞাসা করেছি।’
যদিও, নিখোঁজ আটদিন অর্ণব কোথায় ছিলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিসের একাংশ, এই ঘটনার পিছনে প্রণয় ঘটিত কারণ রয়েছে বলেও দাবি করেছে। এমনকি আরও জানা গিয়েছে, আত্মগোপনের আগে নিজের অফিসিয়াল কাগজপত্র ও চাবি সহকর্মীদের হাতে দিয়ে গিয়েছিলেন তিনি। সামগ্রিক ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। তাঁর জায়গায় নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে নীলাঞ্জন ভট্টাচার্যকে।
আটদিন কোথায় ছিলেন তিনি? তাঁর অন্তর্ধানের পেছনে আর কি কি কারণ আছে? তা সবই খতিয়ে দেখছে পুলিশ। শীঘ্রই সবকিছুর রিপোর্ট কমিশনের কাছে পেশ করবে বলে জানা গেছে পুলিশ সূত্রে।