দিদির আশীর্বাদে নিজেদের সন্তানের পেটে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে পারছে। এমনই দাবি পূর্ব মেদিনীপুরের টোটো চালকদের। তৃণমূলের সমর্থনে শুধু নয়, নিজেদের পেটটা চলছে দিদির আশীর্বাদে। সেইজন্যই এবার তৃণমূলের হয়ে পথে নামল তাঁরা। নিজেদের টোটোতে তৃণমূলের পতাকা বেঁধে তমলুক লোকসভা কেন্দ্রের তমলুক,রাধামনি, কুমোরগঞ্জ, কাকগেছিয়া, কুরপাই এলাকায় প্রচার করেন তাঁরা।
তাঁদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন। বাস্তবে তার সুফলও পাচ্ছে মানুষ। সেই কারণেই তাঁরা খুশি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পাশে আছেন ও সরকারের হয়ে প্রচার করছেন। সংখ্যাটা কয়েক হাজার।
প্রসঙ্গত, তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে তমলুক কুমোরগঞ্জ মাঠে নির্বাচনী প্রচার করবেন তৃণমূল নেত্রী। সেই সভা সফল করতে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছেন তৃণমূল কর্মীরা। আর সেই দলে রয়েছেন হাজার হাজার টোটো চালক।