মমতার জামানাতেই জাতি-ধর্ম নির্বিশেষে প্রকৃত উন্নয়ন হয়েছে। সেই উন্নয়ন পৌঁছে গেছে বিরোধী দলনেতার বাড়ির সামনেও। বৃহস্পতিবার একথা স্বীকার করে নিলেন খোদ দিলীপ ঘোষ। বললেন, ‘মমতার জমানায় উন্নয়ন হয়েছে। আমার বাড়ির সামনে রাস্তা, জল এসেছে’। এবং তার সুফল পেয়েছেন তিনিও।
অতিসম্প্রতি বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিলেন দিলীপ ঘোষ। পরে অবশ্য চাপে পড়ে একশো আশি ডিগ্রি ঘুরে যান বিজেপির রাজ্য সভাপতি। এবার প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়গান গাইলেন তিনি।
এদিন প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে বিজেপি বাংলার ২৩ আসনেই জিতবে বলে দাবি করেন তিনি। সঙ্গে তৃণমূল ১০ টি আসনও পাবে না বলেও দাবি করেন দিলীপ। তখন সাংবাদিকেরা প্রশ্ন করেন, ‘কেন তৃণমূল আসন পাবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কি উন্নয়ন হয়নি?’ এর উত্তর দিতে গিয়ে মমতার উন্নয়নের কর্মযজ্ঞের কথা কার্যত স্বীকার করে নিয়ে দিলীপ বলেন, ‘’মমতার জমানায় উন্নয়ন হয়েছে। আমার বাড়ির সামনে রাস্তা, জল এসেছে। আমি তার সুফল পেয়েছি’।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী শিবিরের নেতা সরকারের কাজে প্রশংসা করছেন মানে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সত্যিকারের উন্নয়ন ঘটিয়েছেন। তৃণমূল কোনও আসন পাবে না বলে দিলীপ ঘোষ রাজনীতি করলেও আদতে উন্নয়নের কথা স্বীকার না করে পারেননি। এ থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে, সঠিক নেত্রীর হাতে এগিয়ে যাচ্ছে বাংলা।