আগামী ২৯ তারিখ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। সারা দেশ জুড়ে এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। সারা দেশে চতুর্থ দফার ৯২৮ জন প্রার্থীর মধ্যে ২১০ জন, তাঁদের নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার খতিয়ান দিলেন। সেই তালিকার পয়লা নম্বরে রয়েছে দেশের শাসক দল বিজেপিই। দ্বিতীয় হওয়ার জন্য রীতিমতো পাঞ্জা কষছে কংগ্রেস ও বিএসপি। তালিকায় কিছুটা পিছিয়ে থাকলেও একেবারে পিছিয়ে নেই শিব সেনা ও নির্দল প্রার্থীরা।
লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় বিজেপির ৪৪ শতাংশ, কংগ্রেসের ৩২ শতাংশ, বিএসপির ২০ শতাংশ, শিবসেনার ৫৭ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। সেই তালিকায় বিজেপির ২০ জন, কংগ্রেসের ৯ জন, বিএসপির ১০ জন, শিবসেনার ৯ জন এবং নির্দল প্রার্থীর মধ্যে ৪৫ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে বলেও অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মসের তরফে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে।
অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মসের তরফে বুধবার প্রকাশিত এক রিপোর্টে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার আগে ২১০ জন প্রার্থীর দেওয়া অপরাধের খতিয়ান প্রকাশ্যে আনা হয়েছে। এখানেও এগিয়ে রয়েছে বিজেপি। ১৫৮ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি মামলা। তাঁদের মধ্যে ১২ জন দোষী সাব্যস্ত হয়েছেন। ৫ জন প্রার্থীর বিরুদ্ধে খুন, ২৪ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, ৪ জনের বিরুদ্ধে অপহরণ, ২১ জনের বিরুদ্ধে নারী নিগ্রহ ও ১৬ জনের বিরুদ্ধে অশালীন মন্তব্যের জন্য ফৌজদারি মামলা রয়েছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে