কুকথার ফোয়ারা ছোটানোই যেন সংস্কৃতি হয়ে গেছে গেরুয়া শিবিরের। বিজেপির সেই ধারা বজায় রেখেই আবারও বিতর্কিত মন্তব্য করলেন দলের বর্ষীয়ান নেতা তথা বেগুসরাই কেন্দ্রের প্রার্থী গিরিরাজ সিং। নির্বাচনী প্রচারে মুসলিম সম্প্রদায়ের মানুষদের নিশানা করে তিনি বলেন, কাউকে কবর দিতে হলে যে তিন হাত জমির প্রয়োজন তার জন্য বন্দেমাতরম বলতেই হবে৷ তাঁর এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহল সরগরম৷ অভিযোগ, স্থানীয় সংখ্যালঘু মুসলিমদের লক্ষ্য করেই এমন কথা বলেছেন গিরিরাজ৷
বিহারের অতি চর্চিত লোকসভা কেন্দ্র হল বেগুসরাই৷ এই কেন্দ্রের অপর অন্যতম প্রার্থী হলেন সিপিআইয়ের কানহাইয়া কুমার৷ ইতোমধ্যেই প্রচারে ঝড় তুলেছেন কানহাইয়া। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সারা দেশে যাই ফল হোক, বেগুসরাই থেকে গিরিরাজের জেতা একপ্রকার অসম্ভব। কানহাইয়া কুমারের বিপরীতে প্রাথমিকভাবে লড়তেও রাজি ছিলেন না তিনি। পরে দলের চাপে রাজি হন। এছাড়া বেগুসরাইতে লড়ছেন কংগ্রেস-আরজেডি মহাজোটের তানভীর হোসেনও৷
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেগুসরাইয়ে একটি জনসভায় গিরিরাজ সিং যখন মুসলমানদের লক্ষ্য করে তিন হাত জমির জন্য বন্দেমাতরম গাওয়ার নির্দেশ দেন তখন মঞ্চে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ ভাষণে গিরিরাজ বলেন, আমার বিরুদ্ধে আরজেডি মহাজোটের প্রার্থী প্রচারে বন্দেমাতরম বলতে পারব না বলছেন৷ তাঁকে ও তাঁর অনুগামীদের মনে করিয়ে দিচ্ছি, তোমাদের তিন হাত জমি দরকার তো বন্দেমাতরম বলতেই হবে৷ তাঁর কথায়, ‘কাউকে কবর দিতে হলে যে তিন হাত জমির প্রয়োজন, তার নিতে হলে বন্দেমাতরম বলতেই হবে।’
গিরিরাজের এমন মন্তব্যের পরই শুরু হয়েছে জোর বিতর্ক। অভিযোগ, গিরিরাজ সিং তাঁর ভাষণ থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে কটাক্ষ করেছেন৷ তবে বন্দেমাতরম গাওয়া নিয়ে এর আগেও বিতর্ক দেখা দিয়েছে মুসলিম সমাজে৷ স্বাভাবিকভাবেই মন্তব্য ঘিরে পাটনার রাজনৈতিক মহল সরগরম৷ এর আগেও একাধিকবার উস্কানিমূলক ও বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন গিরিরাজ। এবার তাতেই নতুন সংযোজন।