জেট বাঁচাতে কোনও আশ্বাস দেননি মোদী সরকার। অরুণ জেটলি শোনাতে পারেননি কোনও ভরসার বাণী। বিজেপির ‘আচ্ছে দিনে’ কাজ হারানোর ভয়ে যখন জেটের অসংখ্য কর্মী পরনে ইউনিফর্ম, হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান দিয়ে বিক্ষোভে নেমেছেন, ঠিক তখনই বন্ধ হয়ে যাওয়া জেট এয়ারওয়েজের কর্মীদের জন্য চাকরির প্রস্তাব দিল মার্কিন সংস্থা উই ওয়ার্ক। মার্কেটিং, কমিউনিটি ম্যানেজমেন্ট এবং সেলসের ক্ষেত্রে জেট এয়ারওয়েজের কর্মীদের নিয়োগের বিষয়টি তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে বুধবার সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে।
শুধুমাত্র জেটের কর্মীদের থেকে চাকরির আবেদন গ্রহণের জন্য পৃথক একটি ই-মেইল আইডি তৈরি করেছে উই ওয়ার্ক। এছাড়া নিয়োগের ক্ষেত্রেও যে জেটের কর্মীরাই প্রাথমিক অগ্রাধিকার পাবে, সে কথাও জানিয়েছে তারা। জানা গেছে, স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে জেটে কর্মী সংখ্যা প্রায় ২৩,০০০। প্রবল অর্থাভাবে গত ১৭ এপ্রিল তারা সাময়িকভাবে পরিষেবা বন্ধ করার কথা ঘোষণা করে। এর ফলে কর্মীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মেঘ দেখা দিয়েছে। স্পাইসজেট ইতিমধ্যেই জানিয়েছে, তারা জেটের ১০০ পাইলট সহ ৫০০-র মতো কর্মীকে নিযুক্ত করেছে। উল্লেখ্য, জেটের কাঁধে এই মুহূর্তে ৮,৫০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণের বোঝা।