গত মাসেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন, ভোটে জিততে কোনও নীতি-আদর্শের তোয়াক্কাই করবে না তাঁর দল। ভোট ঘোষণার পর দেশের শীর্ষ নেতাদের পিছনে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেওয়াতেই এ কথা প্রমাণ হয়ে গেছিল যে শাহের লাইনেই চলছে বিজেপি। আর এবার তারা সবচেয়ে ঘৃণ্য কাজটি করল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের ভিডিও বিকৃত করে বিজেপির রাজ্য শাখার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ১৯ সেকেন্ডের একটি ভিডিও টুইট করা হয়েছে। এর পিছনে মূল উদ্দেশ্যই ছিল সোশ্যাল মিডিয়ায় তাঁর সম্মানহানির চেষ্টা।
উল্লেখ্য, বিজেপির রাজ্য শাখার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে মুখ্যমন্ত্রীর ওই ভিডিও টুইট করে দাবি করা হয়েছে, এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে নাকি বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূলনেত্রী। বিজেপির সেই ভিডিওটিতে শোনা যাচ্ছে মমতা বলছেন, ‘৬ই মে আসছে দিন, ভালো করে গণতন্ত্রে বিজেপি সরকারকে ভোট দিয়ে…’ ৷ মমতার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টকে ট্যাগ করে বঙ্গ বিজেপির তরফে ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটি বাংলায় মোদী সুনামির প্রভাব। বিজেপিকে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়! চলতি নির্বাচনী প্রচারে এই প্রথম তিনি কোনও বিচক্ষণতা দেখালেন! এক টন ধন্যবাদ দিদি!’
এই ঘটনার পরে প্রথমেই এ প্রশ্ন উঠেছিল যে, তবে সত্যিই কী বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছেন মমতা? উত্তর হল, একেবারেই না। কখনই বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানাননি তৃণমূল নেত্রী। বরং ওই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে বিজেপি সরকারকে ‘কবর’ দেওয়ার ডাক দিয়েছিলেন তিনি। বঙ্গ বিজেপি এমনভাবে আসল ভিডিওটি এডিট করেছে যেখানে ওই ‘কবর’ দেওয়ার বিষয়টি বাদ চলে গিয়েছে। আর তার ফলে পালটে গিয়েছে তাঁর বক্তব্যের অর্থও। এ নিয়ে ইতিমধ্যেই ক্ষুব্ধ বাংলার শাসক দল। রাজ্য বিজেপির অফিসিয়াল টুইটার থেকে শেয়ার করা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ভিডিওর বিষয়টি তৃণমূলের তরফেই তুলে ধরা হয়। দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে তৃণমূলনেত্রীর সে দিনের ভাষণের অসম্পাদিত পূর্ণাঙ্গ ভিডিওটিও প্রকাশ করা হয়েছে।
কীভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণকে বিকৃত করা হয়েছে সে কথা বিশদে তুলে ধরে তৃণমূলের টুইটার হ্যান্ডেলে প্রশ্ন তোলা হয়েছে কেন এভাবে বক্তব্যের শেষ দু’টো শব্দ বাদ দেওয়া হল? ‘তথ্য জালিয়াতি’র জন্য রাজ্য বিজেপিকে একহাত নিয়ে তৃণমূলের টুইট, “প্রতারণা ফাঁস। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ভিডিও শেয়ার করছে বিজেপি। চরম হতাশার ফলে মিথ্যের আশ্রয় নিচ্ছে নির্লজ্জ এই দল। দিদি বলেছেন, ‘৬ই মে আসছে দিন, ভালো করে গণতন্ত্রে বিজেপি সরকারকে ভোট দিয়ে কবর দিন।’ বিজেপি ওঁর ভাষণের শেষের দুটো শব্দ কেন বাদ দিয়েছে কেন? লজ্জা!”
উল্লেখ্য, লোকসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই ভোট দিয়ে দিল্লী সরকার পরিবর্তনের বার্তা দিয়ে এসেছেন মমতা৷ একদিকে রাজ্যের উন্নয়নের খতিয়ান, আর অন্যদিকে মোদী সরকারের আমলে দেশের অবনতি, এই দুই বিষয়কে তুলে ধরেই বরাবরের মতো মঙ্গলবার খানাকুলের জনসভা থেকেও দিল্লীর সরকার বদলের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ খানাকুলের জনসভা থেকে মমতা বলেন, ‘৬ই মে আসছে দিন, ভালো করে গণতন্ত্রে বিজেপি সরকারকে ভোট দিয়ে কবর দিন।’ ফলে গোটা জনসভায় মমতার বক্তব্য থেকে এই কয়েক সেকেন্ডের বক্তব্য এডিট করে বিজেপি যে তাঁর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে, এ কথা স্পষ্ট। যদিও হীতে বিপরীত হওয়ায় এ নিয়ে একেবারেই চুপ করে গেছে গেরুয়া শিবির। আসলে বিজেপির এই ঘৃণ্য চাল ব্যুমেরাং হয়ে এখন তাদেরই ব্যাকফুটে ঠেলে দিয়েছে।