নিজের নামের পাশে নিজেই বসিয়েছেন ‘চৌকিদার’। দেশের সব কিছুই তাঁর নজর এড়ায় না বলেও দাবি করেন। তিনি আর কেউ নন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ‘চৌকিদার’-এর সভাতেই দেখা দিল বিশৃঙ্খলা। তাঁর সভা থেকেই উঠে এল এক আজব তথ্য। সভাতে যোগ দিতে আসা মানুষদের চল্লিশটি মোবাইল খোয়া গেল। সাধারণ দর্শক থেকে মিডিয়া কর্মী মিলে মোট চল্লিশটি মোবাইল চুরি গিয়েছে বলে অভিযোগ। হীরাপুর থানায় এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে বুধবার।
সভা শেষ হওয়ার পর অনেকেই লক্ষ্য করেন, তাঁদের পকেটে থাকা মোবাইল ফোনগুলি খোয়া গিয়েছে। তাঁদের মোবাইল ফোন খোয়া যাওয়ার পর হীরাপুর থানায় অভিযোগ জানিয়েছেন। হীরাপুর থানা সূত্রে খবর চল্লিশটি মোবাইল ফোন খোয়া যাওয়ার অভিযোগ জমা পড়েছে। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে। সূত্রের খবর কিছু মোবাইল উদ্ধারও হয়েছে। হীরাপুর থানার পুলিশ বিষয়টি নিয়ে গোপনীয়তা রেখেছে। জানা গিয়েছে, আটকদের জিজ্ঞাসাবাদ করে মূল পাণ্ডাকে ধরা হবে। এডিসিপি ওয়েস্ট অনমিত্র দাস বলেন, ‘পুলিশ তদন্ত শুরু করেছে। খুব শীঘ্র মোবাইল চোরের গ্যাং ধরা পড়বে। উদ্ধার হবে খোয়া যাওয়া মোবাইল ফোনগুলি।’
এইঘটনা সামনে আসতেই দেখা দিয়েছে চাঞ্চল্য।খোদ ‘চৌকিদার’-এর সভা থেকেই যদি চুরি হয় তাহলে ভবিষ্যতে কি হবে। চৌকিদারের সভাস্থলে গিয়ে পকেটমার হয়ে যায় তিনি আবার কী করে দেশের সম্পদ রক্ষা করবেন। এমনই কটাক্ষ করে বিরোধীরা।