তৃতীয় দফার ভোটে ইভিএম বিভ্রাটের গুচ্ছের অভিযোগের জেরে এবার ৫০ শতাংশ মেশিনের স্লিপ মিলিয়ে দেখার দাবি জানাল ২১টি বিরোধী দলের জোট। ইভিএম-ভিভিপ্যাট নিয়ে এইবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিরোধী দলগুলি। তাঁদের অভিযোগ, কংগ্রেস বা অন্য বিরোধী চিহ্নে বোতাম টিপলেই ভোট চলে যাচ্ছে বিজেপির দিকে।
এর আগে দিল্লিতে অধিকাংশ বিরোধী দলের বৈঠকে এই ইস্যু নিয়ে আলোচনা হয়েছিল। কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো এক ঝাঁক নেতা-নেত্রীর উপস্থিতে ওই বৈঠক হয়। ওই বৈঠকে ইভিএম তুলে দিয়ে ব্যালট ফিরিয়ে আনার দাবি তোলা হয়েছিল। পরে বিরোধীদের করা এক মামলায় সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে এক নির্দেশিকায় জানিয়ে দেয়, দেশের সর্বত্র বিধানসভা পিছু ৫টি বুথের ইভিএম ফলাফল ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখতে হবে।
গতকালই চন্দ্রবাবু নাইডু ইভিএম হ্যাকিং করা হচ্ছে বলে অভিযোগ করেন। এই হ্যাকিং বিজেপির নির্দেশে রাশিয়া নিয়ন্ত্রণ করছে বলে দাবি ছিল তাঁর। আর তারপরই আজ ২১ টি বিরোধীদল একজোটে ৫০ শতাংশ মেশিনের স্লিপ মিলিয়ে দেখার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে।