মোদীর রাজ্যের শহর সুরাট। বলা যায় ভারতের অন্যতম হিরে ব্যবসার ক্ষেত্র। গোটা বিশ্বে যত হিরে দেখা যায় তার ৯০ শতাংশ এই সুরতেই কাটা হয়। আর ভারত যে হিরে বিদেশে রফতানি করে তার ৮০ শতাংশই এই সুরত থেকে যায়। গোটা ইন্ডাস্ট্রিতে সব মিলিয়ে প্রায় ৬ লাখ লোক কাজ করতেন। তবে সেটা অতীত।
সুরাটের হিরে ব্যবসা ধুঁকছে। কমেছে কর্মী সংখ্যা, কমেছে কাজও। তাঁর অন্যতম কারণ যে নীরব মোদী তা ঘুরে বেড়াচ্ছে সুরাটের হিরে বাজারের গলিতে। উল্লেখ্য, হিরে ব্যবসায়ী নীরব মোদী ব্যাঙ্কের লোন নিয়ে দেশছাড়া। আর তারপর থেকেই কোনো ব্যাঙ্ক লোন দিচ্ছে না হিরে ব্যবসায়ীদের। আর তাতেই মুখ থুবড়ে পড়েছে ব্যবসা। এছাড়া মোদীর জিএসটি নীতিতে তাদের ব্যবসা বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি তোলেন হিরে ব্যবসায়ীরা। একবছরেরও বেশি লাগু করা জিএসটি ব্যবস্থাতে অসহায় বোধ করছেন তাঁরা। শ্রমের উপর ৫ শতাংশ জিএসটি লাগু করেছিল মোদী সরকার। আর সেটাই হিরে কারিগরদের মধ্যে বেশি প্রভাব ফেলেছে। এছাড়া নোটবন্দি তো আছেই।
মোদীর রাজ্যে মোদী নিজের গদি ধরে রেখেছিলেন গত বিধানসভা ভোটে। তবে হিরে ব্যবসাটা তিনি বাঁচাতে পারেন নি। তাই তা নিয়ে ক্ষোভ হিরে ব্যবসায়ীদের। আর তার প্রভাব কিছুটা হলেও পড়বে লোকসভা নির্বাচনে তা মনে করছেন রাজনীতিবিদরা।