বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইটাহার বিধানসভার চালকার ২২ নম্বর বুথের কাছাকাছি একটি আমবাগানে বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম হল তিন জন বিজেপি কর্মী। জানা গিয়েছে জখম ব্যক্তিদের নাম, লালন চৌধুরী, লাল্টু চৌধুরী, সমর চৌধুরী। বিস্ফোরণের তীব্রতায় একজনের হাত উড়ে গিয়েছে৷ একজনের আঙুল উড়ে গিয়েছে৷ আরও গুরুতর জখম আরও এক৷ তিন জনকেই ভর্তি করা হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ সঙ্গে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীও৷
পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে দেখতে পান, তিনজন মাটিতে পড়ে কাতড়াচ্ছে৷ সঙ্গে সঙ্গে ইটাহার থানায় খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷ এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার ২২ নম্বর বুথে উত্তেজনা তৈরি হয়৷ ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়৷ ইটাহারের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য অভিযোগ করেছেন, “এবার মানুষই দেখতে পাচ্ছে আসলে কারা বোমা তৈরি করে৷ এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে৷ ভোট বাক্সে এর জবাব দেবে সাধারণ মানুষ”।
কমিশন সূত্রে খবর, ওই বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা না থাকলেও, ভোটারদের ভয় দূর করতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই আবার ভোটগ্রহণ শুরু হয়েছে৷ এই ঘটনার পরেই বিজেপির বিরুদ্ধে এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগ করেছে তৃণমূল৷