বাংলার ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রথম থেকেই সওয়াল করে আসছে বিজেপি। সেই সময়েই অশান্তির ধারাবাহিক চিত্র ধরা পড়ছে বিজেপি শাসিত উত্তর প্রদেশে। অশান্তি শুধু নয়, প্রিসাইডিং অফিসারকে পর্যন্ত বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে যোগীর রাজ্যে।
তৃতীয় দফার ভোট শুরু হতেই উত্তরপ্রদেশের মোরদাবাদে পুলিশের সামনেই সঙ্ঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি এবং সপা-র সমর্থকেরা। অভিযোগ, পুলিশের সামনেই পোলিং এজেন্টকে বেধড়ক মারধর করা হয়। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে বুথের সামনে থেকে জটলা সরিয়ে পোলিং অফিসারকে উদ্ধার করে। মোরদাবাদের ২৩১ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকেও বেধড়ক মারধর করে বিজেপি কর্মীরা। এমনকী বুথের বাইরে তাঁকে টেনে বের করে আনা হয় বলে অভিযোগ।
বিজেপির অভিযোগ, ওই প্রিসাইডিং অফিসার ভোটারদের ‘সাইকেল’ চিহ্নে ভোট দিতে জোর করছিলেন। উল্লেখ্য, সাইকেল চিহ্ন সমাজবাদী পার্টির দলীয় প্রতীক। অর্থাৎ ওই প্রিসাইডিং অফিসার ভোটারদের সমাজবাদী পার্টিকে ভোট দিতে বলছিলেন বলে অভিযোগ করেছে বিজেপি। এই জন্যই প্রিসাইডিং অফিসারকে তাদের কর্মীরা মারধর করেছে বলে বিজেপি কর্মীদের দাবি।
অন্যদিকে মোরাবাদে ভোট চলাকালীন মহাপঞ্চাতের ডাক দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়ক সঙ্গীত সোম। কিন্তু মোরাদাবাদে পৌঁছনোর আগেই পুলিস তাঁকে আটক করে। ২০১৩ সালে মুজফফরপুর দাঙ্গায় অভিযুক্ত সঙ্গীত সোম।
