এবার প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে উঠল বিজেপিকে ছাপ্পা ভোটে সহায়তা করার অভিযোগ। আর এর জেরেই সরিয়ে দেওয়া হল তাঁকে।
ঘটনাস্থল উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত রতুয়া। এদিন তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব শুরুর খানিকক্ষণের মধ্যেই রতুয়ার বাহারালে ৭৯ নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে।
স্থানীয়দের থেকে জানা গেছে, প্রিসাইডিং অফিসারকে হাত করে সাতসকাল থেকেই দেদার ছাপ্পা ভোট দিতে শুরু করে বিজেপির গেরুয়া বাহিনী। এরপরই বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তোলে শাসকদল তৃণমূল। তাদের অভিযোগ, প্রিসাইডিং অফিসারের কাছে বার বার নালিশ জানিয়েও কোনও লাভ হয়নি।
অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে কমিশন। অভিযোগ খতিয়ে দেখে তড়িঘড়ি সরিয়ে দেওয়া হয় ৭৯ নম্বর বুথের ওই প্রিসাইডিং অফিসারকে। তৃতীয় দফার শুরু থেকেই বিজেপির তরফে ছাপ্পা ভোটের যা বহর দেখা যাচ্ছে, তাতে উদ্বিগ্ন কমিশন। ক্ষুব্ধ শাসকদলও।