বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে ভিডিও সার্ভাইল্যান্স দলের কাজে বাধা দেওয়া এবং প্রচারে বিজেপির থিম সং ব্যবহার করা। নির্বাচনের আগে জোড়া অভিযোগে চাপে পড়ে গেলেন বাবুল সুপ্রিয়।
প্রসঙ্গত, আসানসোলে বিজেপির নির্বাচনী প্রচার মিছিলের ছবি তুলতে গেলে নির্বাচন কমিশনের নজরদারি দলকে ছবি তুলতে বাধা দেন ওই কেন্দ্রের সাংসদ বাবুল সুপ্রিয়। কমিশনের ভিডিও সারভাইলেন্স টিমের সদস্যদের সঙ্গে তাঁর এই নিয়ে বাদানুবাদও হয়। শেষে কমিশনের নিয়োগ করা দলের ভিডিয়ো ক্যামেরা কেড়ে নেন বিজেপি নেতা। ঘটনার জেরে সোমবার তাঁর বিরুদ্ধে কমিশনের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে।
বাবুল সাম্প্রদায়িক বার্তা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এই অভিযোগে কমিশনে যায় তৃণমূল কংগ্রেসের অনুমোদিত একটি কমিটি। নির্বাচনী আচরণবিধি ভাঙার জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।