মোদী সরকার জোর গলায় জানিয়েছিল, আধারের তথ্য সুরক্ষিত থাকবে। কিন্তু তেমনটা ঘটেনি। তথ্য চুরি গেছে। জানা গেছে, প্রায় ২ কোটি পাঞ্চাবীর আধার তথ্য চুরি করা হয়েছে। আইটি গ্রিড নামে একটি সংস্থার হার্ড ডিস্ক থেকে এই তথ্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তেলঙ্গানা পুলিসের বিশেষ তদন্তকারী দল।
তেলঙ্গানা এবং অন্ধ্র প্রদেশের প্রায় ৭.২৬ কোটি বাসিন্দার আধার তথ্য চুরি করার অভিযোগ রয়েছে এই সংস্থার উপর। একটি বিবৃতি জারি করে ইউআইডিএআই–এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিনা অনুমতিতে কোনও ব্যক্তির আধার তথ্য সংগ্রহ করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিনা অনুমতিতে কোনও ব্যক্তি বা সংস্থা আধার তথ্য সংগ্রহ করা কঠোর ভাবে নিষিদ্ধ। তারপরেই তেলঙ্গানা পুলিসের কাছে আধার তথ্য চুরির অভিযোগ জানায় ইউআইডিএআই। সেই এফআইআরের প্রেক্ষিতেই তদন্ত শুরু করে তেলঙ্গানা পুলিসের বিশেষ তদন্তকারী দল।
পুলিসের অনুমান, লোকসভা ভোটের জন্য এই আধার তথ্য চুরি করা হচ্ছিল। যদিও আইডি গ্রিড সংস্থার সিইও ডাকাভরম অশোককে জেরার পরেই প্রকৃত্য সত্য জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। সংস্থার দপ্তরে তল্লাশি চালিয়ে ৬০টি হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, মেমরি কার্ড-সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। আগেই আরও ৪০টি হার্ড ডিস্ক পরীক্ষা করে দেখা হয়েছে। তাতেই জানা যায় এই বিপুল পরিমাণ আধার তথ্য চুরির কথা।
