ইস্টারের প্রার্থনার মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে শ্রীলঙ্কার চার্চে। সিরিয়াল ব্লাস্টে প্রায় ১০০ জনের বেশী মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই বিস্ফোরণে নিহতদের আত্মার শান্তি কামনায় শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘শ্রীলঙ্কা থেকে আসা খবরে দুঃখিত এবং মর্মাহত। কোনও হিংসার ঘটনাই অভিপ্রেত নয়। ইস্টার শান্তির উৎসব। আক্রান্তদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
প্রসঙ্গত, রবিবার সকালে পর পর ছ’টি বিস্ফোরণ হয় শ্রীলঙ্কায়৷ ইস্টারের প্রার্থনা চলাকালীন হামলা হয়৷ কলম্বোর তিনটি গীর্জা এবং ৩টি হোটেলে এই বিস্ফোরণ হয় বলে জানা যায়৷
আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় জনগণের মধ্যে৷ এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১০০। আহত অন্তত তিন শতাধিক। ইতিমধ্যেই বিস্ফোরণের বিভিন্ন ছবি উঠে এসেছে ট্যুইটার এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে৷ তবে কে বা কারা এই বিস্ফোরণের পিছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয়৷