ছোটবেলায় বাবা-মা হয় সন্তানদের একমাত্র সম্বল। এই ব্যাপারটাই উলটে যায়, যখন সন্তানেরা বড় হয়। তাঁরাই হয় তখন বাবা-মায়ের সম্বল। কিন্তু বৃদ্ধাশ্রম বৃদ্ধি পাওয়ার এই যুগে বছর উনিশের রাখি দত্ত এই ধারণার রূপ বদলে দিলেন। যুবতী বয়সেই নিজের লিভারের ৬৫ শতাংশ দান করলেন নিজের বাবাকে। আর রাখির এই কীর্তিকেই এখন কুর্নিশ জানাচ্ছে নেট দুনিয়ার।
রাখির বাবা দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছেন। কলকাতায় চিকিৎসা করানোর পর ডাক্তারেরা বেশ কিছুদিন ধরেই লিভার প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন তাঁদের পরিবারকে। রাখির পরিবার তাঁর বাবাকে নিয়ে যান হায়দ্রাবাদ। সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আর সেখানেই জীবনের সবচেয়ে কঠিন ও সাহসী সিদ্ধান্তটা নেন রাখি। নিজের লিভারের ৬৫ শতাংশ দান করলেন তিনি। মেয়ের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাবার সফল লিভার প্রতিস্থাপন করেন চিকিৎসকরা। রাখির এমন পদক্ষেপে গর্বিত বাবা।
সম্প্রতি রাখি আর তাঁর বাবার একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দুজনের পেটেই অপারেশনের দাগ। সাহসী কন্যা রাখি এই বয়সেই নিজের শরীরের সেই দাগ প্রকাশ্যে দেখাতে বিন্দুমাত্র কুন্ঠাবোধ করছেন না। বরং সমাজের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন, বাবা-মায়ের সম্বল হতে। তাঁদের পাশে থাকতে। এই সিদ্ধান্ত তাঁর বাবার জন্য এক ছোট্ট প্রচেষ্টা মাত্র।