হাতে আর মাত্র ক’টা দিন৷ তাই দিনরাত এক করে প্রচার চালাচ্ছেন তৃণমূলের প্রার্থীরা৷ আর বিরোধীরা বেশ ব্যাকফুটে৷ শনিবার ভোট ভোট প্রচারে বেরিয়ে রাইপুরের প্রাচীন মহামায়া মন্দিরে পুজো দিলেন বাঁকুড়ার প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়৷
পুজো দিয়ে সুব্রত জানালেন, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে যে কাজ করছেন তা যেন সফল হয় ও আমাদের লড়াইয়ে আমরা যেন সফল হতে পারি। মা মহামায়ার কাছে এই প্রার্থনা করলাম”৷
তিনি আরও বলেন, “এই মুহূর্তে আমার এক ও একমাত্র কাজ মানুষের কাছে যাওয়া ও সকলের আশীর্বাদ নেওয়া৷ এখন তিনি সেই কাজটাই করছেন বলে জানান।
রাইপুর মহামায়া মন্দিরে পুজো দিয়ে এদিন তিনি ঐ ব্লক এলাকার ধানাড়া, লাউপাড়া, আসড়দা, বাবুইদা, চাঁদপাড়া, দুবলী, পেঁচাকোলা, ডুমুরতোড়, ঢেকো, বক্সী এলাকায় প্রচার চালান। প্রার্থী নিজে হুডখোলা গাড়িতে চেপে রোড শো এ অংশ নেওয়ার পাশাপাশি অসংখ্য কর্মী সমর্থক বাইক মিছিলে অংশ নেন।