আইপিএলের সঙ্গে বেটিং যেন জড়িয়েই আছে। ত্রয়োদশতম আইপিএলের আবার বেটিং সামনে এল। শুক্রবার চলতি আইপিএলের ৩৫ তম ম্যাচ চলাকালীন বেটিং করতে গিয়ে পাকড়াও ভিন রাজ্যের কয়েকজন। ম্যাচ চলাকালীন বেটিং করার সময় ৭ জনকে ধরে ফেলে কলকাতা পুলিশ।
প্রসঙ্গত, শুক্রবার ইডেনে ছিল কলকাতা বনাম বেঙ্গালোরের ম্যাচ। এই উত্তেজনাপূর্ন ম্যাচে মাঠে বসেই বেটিং করছিল ওই ৭ জন। এফ ওয়ান ব্লক থেকে তাদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, যাঁরা ধরা পড়েছেন তাঁরা মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের বাসিন্দা। তাঁদের কাছে থেকে উদ্ধার হয়েছে ১৪ টি মোবাইল ফোন এবং বেটিং করার বেশকিছু সরঞ্জামও। ধৃতদের বিরুদ্ধে ময়দান থানায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।