মঙ্গলবার হিমাচল প্রদেশে লোকসভা নির্বাচন। আর তার আগেই এই রাজ্যে জোর ধাক্কা খেল বিজেপি শিবির। রাজ্যের বিজেপি সভাপতি সৎপাল সিং সাট্টির ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, এক নির্বাচনী জনসভায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন সৎপাল সিং সাট্টি। কংগ্রেসের আপত্তির ভিত্তিতে হিমাচল প্রদেশের বিজেপি সভাপতিকে নোটিশ ধরায় নির্বাচন কমিশন। সেখান থেকেই তাঁকে তাঁর নির্বাচন প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন।
চলতি লোকসভা নির্বাচনে এই নিষেধাজ্ঞা নতুন নয়। কমিশনের এই শাস্তির কোপে পড়েছেন যোগী আদিত্যনাথ, মানেকা গান্ধী, আজম খান, মায়াবতী। সেই তালিকায় নতুন নাম সৎপাল সিং সাট্টি।