নদিয়ার দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার অর্ণব রায় নিখোঁজ হয়েছেন। আর তাই নিয়েই একের পর এক রহস্য দানা বাঁধছে। পুলিশ তদন্তে নেমেছে। তার মাঝেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে তাঁর মানসিক পরিস্থিতি নিয়ে৷ এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই বিতর্কে জল ঢাললেন নিখোঁজ আধিকারিকের স্ত্রী অনীশা যশ৷ সেখানে তিনি জানান যে তাঁর স্বামী মানসিক অবসাদে ভুগছিলেন না৷ যদি নিজে ইচ্ছা করে কোথাও চলে যেতেন তিনি, তাহলে সঙ্গে করে ভোটার আইডেনটিটি কার্ড এবং প্যান কার্ড নিয়ে যেতেন অর্ণব৷
সাংবাদিকদের সামনে অনীশা জানান যে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরোনোর পর ছ’বার স্বামী সঙ্গে কথা হয়েছিল তাঁর৷ কৃষ্ণনগর গর্ভনমেন্ট কলেজে দেখা হয়েছিল দু’জনের৷ সেই শেষ দেখা স্বামী-স্ত্রীর৷ মানসিক অবসাদে নিখোঁজ হয়ে যাওয়ার তত্ত্বে আমল না দিয়ে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন অনীশা৷ একই অবস্থা অর্ণবের বাবা-মায়ের৷ কখন খোঁজ মিলবে ছেলের, সেই অপেক্ষায় প্রহর গুনছেন তাঁরা৷
প্রসঙ্গত বৃহস্পতিবার থেকেই হটাৎ নিখোঁজ হয়ে যান কৃষ্ণনগরে ইভিএম এবং ভিভিপ্যাটের দায়িত্বে থাকা আধিকারিক অর্ণব রায়৷ পুলিশ তদন্তে নেমে এখনও পর্যন্ত কোনো সূত্র খুঁজে পায় নি। আর তাতেই জল ঘোলা হচ্ছে এখন। সময় যত গড়াচ্ছে, ততই চড়ছে উদ্বেগের পারদ৷ কেউ বা কারা রাজনৈতিক চক্রান্ত করে কি অপহরণ করেছে তাঁকে? উঠেছে বড়সড় প্রশ্ন৷