লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ৫ টি আসনে ভোটগ্রহণ। আর এই দফায় নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করার জন্য গতকালই অতিরিক্ত ৫০ কোম্পানি আধা সেনার দাবি জানিয়েছিলেন রাজ্য নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। আর তাঁর দাবি মেনেই সোমবার রাজ্যে আসছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরমধ্যে বিএসএফ রয়েছে ২৫ কোম্পানি, ইন্দো-তিবেটান বর্ডার পুলিস ১৫ কোম্পানি ও সিআইএসএফ রয়েছে ১০ কোম্পানি।
কমিশন সূত্রে খবর, তৃতীয় দফার ভোটে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হবে মুর্শিদাবাদে। ১৪০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে মুর্শিদাবাদে। ১০৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে মালদাতে।
অতিরিক্ত ৫০ কোম্পানি বাহিনীর মধ্যে কোম্পানি মুর্শিদাবাদে, ১৮ কোম্পানি মালাদায়, দক্ষিণ দিনাজপুরে ৯ কোম্পানি, নদিয়ায় ২ কোম্পানি ও উত্তর দিনাজপুরে ১ কোম্পানি মোতায়েন করা হবে।