কর্ণাটকের নারগুন্দ শহরের ঘটনা। বাড়িতে এক বৃদ্ধের মৃত্যুতে কান্নাকাটি করছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। সেই সময় সেখানে উপস্থিত হয় একটা বাঁদর। সেখানেই ক্রন্দনরত এক মহিলার পিঠে হাত বুলিয়ে, মাথায় আলতো করে চাপড় মেরে সান্তনা দিতে লাগল। ঠিক একজন মানুষের মতোই ব্যবহার করা এই বাদরের ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাঁদরটি মহিলাকে একেবারে মানুষের মতোই সান্ত্বনা দিচ্ছে। জানা গিয়েছে, ওই বাড়িতে ৮০ বছরের এক বৃদ্ধ মারা যান।
মনের ভাব ভাষায় প্রকাশ করতে না পারলেও, কারোর মৃত্যু যে এক শোকের আবহ তৈরি করে তা বোঝার ক্ষমতা আছে ওই মূক প্রাণীর। অনুভূতি আছে বলেই এই শোকের বাড়িতে সান্ত্বনা দিতে এসেছে সে।
শহরের বাসিন্দারা জানিয়েছেন, বাঁদরটিকে অন্যান্য মানুষের শেষকৃত্যের অনুষ্ঠানে বেশ কয়েকবার দেখা গেছে। হয়ত কখনও কারও মৃত্যুর পরে আত্মীয়স্বজনের কান্নাকাটির শব্দে তার দৃষ্টি আকর্ষিত হয়েছিল। তখনই সে লক্ষ করে, কীভাবে মৃতের আত্মীয়দের সান্ত্বনা দেওয়া হয়। তারপর থেকেই সে সেই আচরণ নকল করে। শহরে কেউ মারা গেলেই হাজির হয় সেই বাঁদর। শহরবাসীরাও এখন মনে করেন, সে না এলে পারলৌকিক ক্রিয়া যথাযথভাবে সম্পন্নই হয় না। ওই ব্যক্তিরও সেদিন পারলৌকিক ক্রিয়া চলছিল বলে জানা যায়। ঘটনাচক্রে সেদিন ছিল হনুমান জয়ন্তী।