বৃহস্পতিবার সন্ধ্যাবেলা হাবড়ার দলীয় কর্মী, সমর্থকদের নিয়ে সভা করলেন তৃণমূলের জেলা সভাপতি এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উপস্থিত ছিলেন বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারও।
এই সভায় বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী বলেন, “ ভারত জুড়ে এনআরসি চালু করার জন্যে মোদী ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। তাঁর এই ভুল সিদ্ধান্তে আসামে বহু মানুষ সমস্যাতে পড়েছে। ওরা চায় বাংলাতেও এনআরসি হোক। কিন্তু আমরা তা হতে দেব না। এটা আমাদের প্রতিজ্ঞা”।
তিনি আরও জানান, “ আমাদের নেত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাংলায় এনআরসি চালু করতে দেওয়া হবে না। এর নামে মানুষকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া আমরা বরদাস্ত করব না। ভারতে কে থাকবেন তা কি উনি ঠিক করে দেবেন? তিনি কি ভারতের ইজারাদার?”
এরপরে জ্যোতিপ্রিয় বলেন, “ হাবড়ার শান্তিকে নষ্ট করতে চাইছে বিজেপি। আমরা ক্ষমতায় আসার আগে হাবড়ার মানুষ বোমা, গুলির শব্দে অভ্যস্ত ছিলেন আমরা সেই পরিস্থিতি পাল্টেছি। কিন্তু বিজেপি এখন আবার তা নষ্ট করতে চাইছে আমরা তা হতে দেব না। আমরা সবসময় আছি। নিশ্চিন্তে থাকুন”।