তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ সোজা ব্যাটে উড়িয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। পাশাপাশি এতদিন কাজ করার পর এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ স্বরে প্রশ্ন তুললেন, ‘২০ বছর চাকরির পর কি এটাই প্রাপ্য?’ তাঁর কথায়, ‘বিচারব্যবস্থাই সঙ্কটে পড়ে গিয়েছে’।
তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের শুনানির জন্য যে বিশেষ বেঞ্চ বানানো হয়েছে সুপ্রিম কোর্টে, তার নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি গগৈ। ওই মহিলা শীর্ষ আদালতের প্রায় সব বিচারপতির কাছেই পাঠিয়েছিলেন তাঁর লিখিত অভিযোগ। এ দিনের শুনানি তারই প্রেক্ষিতে। শুনানির সময় প্রধান বিচারপতি গগৈ বলেন, ‘এই সব অভিযোগের জবাব দেওয়ার জন্য যতটা নীচে নামার প্রয়োজন, আমি ততটা নীচে নামতে পারব না। ২০ বছর চাকরির পর এক জন প্রধান বিচারপতির কি এটাই প্রাপ্য ছিল? এই সব কিছুর জন্য তো বিচারব্যবস্থাই সঙ্কটে পড়ে গিয়েছে।’ কেন্দ্রীয় সরকারের সলিসিটার জেনারেল তুষার মেটা বিষয়টি সুপ্রিম কোর্টের গোচরে আনার পরেই তার শুনানির জন্য গঠিত হয় বিশেষ বেঞ্চ।
অবশ্য গগৈয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আইনজীবী মহলের একটি বড় অংশ। তাঁদের মতে, এর পেছনে বড় ষড়যন্ত্র আছে। সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল সঞ্জীব সুধাকর কলগাঁওকরের কথায়, ‘কোনও সন্দেহ নেই, এটা ভিত্তিহীন অভিযোগ। বানানো’।
