বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। এই সংবাদ এখন পুরোনো। তবে রোজই খবরের শিরোনামে উঠে আসছে সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের নাম। তাঁর ‘অভিশাপেই’ মৃত্যু হয়েছে ২৬/১১ মুম্বইয়ের জঙ্গি হামলায় শহীদ হওয়া তৎকালীন অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের (এটিএস) প্রধান হেমন্ত কারকারের। এই মন্তব্য ঘিরেই চলছে তুমুল বিতর্ক। উঠছে নিন্দার ঝড়। এইবার আইপিএস অ্যাসোসিয়েশনের ক্ষোভের মুখে পড়লেন প্রজ্ঞা। আইপিএস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টুইট করে তীব্র নিন্দা করা হয়েছে। তাঁদের বিবৃতিতে লেখা হয়, ‘অশোকচক্র পুরস্কার প্রাপ্ত শহিদ আইপিএস অফিসার হেমন্ত কারকারে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবন দিয়েছেন। একজন প্রার্থী তাঁর সম্বন্ধে যে ধরনের মন্তব্য করেছেন, আমরা তার বিরোধিতা করছি। আশা করছি সমস্ত শহিদের বলিদানকে উপযুক্ত সম্মান করা হবে।’
অন্যদিকে, আবার বিভিন্ন মহলের প্রবল সমালোচনার জেরে হেমন্ত কারকারে সম্পর্কে বিতর্কিত মন্তব্য ইস্যুতে পিছু হটতে বাধ্য হয়েছেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। শহিদ পুলিশ অফিসার সম্পর্কে নিজের মন্তব্য ফিরিয়ে নিচ্ছেন বলে শুক্রবার জানিয়েছেন তিনি। কিন্তু তাতেও বিতর্কের ঝড় থামে নি। নির্বাচন কমিশনের কাছেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বিভিন্ন মহলের তীব্র নিন্দার সম্মুখীন হয়ে বেশ চাপে প্রজ্ঞা সহ গেরুয়া শিবির।