আর মাত্র কিছুদিন পরেই ভোট মালদহতে। হাতে আর কয়েকটা দিন শুধু। তাই দিন রাত এক করে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নুর। আজ পর্যন্ত যেখানেই সভা করেছেন তিনি সব জায়গাতেই পেয়েছেন ব্যাপক সাড়া। মানুষ আপন করে নিয়েছেন তাকে। এর অন্যথা হয়নি পুরনো মালদহের ক্ষেত্রেও। সেখানে প্রচারে গিয়ে জনজোয়ারে ভাসলেন মৌসম।
গতকাল তিনি হুডখোলা বিশেষ গাড়িতে পুরসভার বিভিন্ন এলাকায় রোড শো করেন। এদিন তিনি যে যে এলাকায় গিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে বাসিন্দারা তাঁকে স্বাগত জানিয়েছে। মানুষের বিপুল সমর্থন দেখে নেত্রীকেও উৎফুল্ল দেখিয়েছে। ফুল ছুঁড়ে, উলু দিয়ে স্বাগত জানিয়েছে ঘরের মেয়েকে।
মৌসম বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি মানুষের আগ্রহ ছিলই। এবার লোকসভা ভোটের প্রাক্কালে বিজেপি বিরোধিতায় মানুষ জোর পাচ্ছেন। সবাই মুখ্যমন্ত্রীর ওপরেই আস্থা রাখছেন। পুরাতন মালদহের বিপুল জন সমর্থনে আমি সেই ইঙ্গিতই পাচ্ছি। মানুষ বিপুলভাবে আমার পাশে থাকার বার্তা দিচ্ছেন”। এই জনসংযোগ কর্মসূচিতে তাঁর সঙ্গে আগাগোড়া ছিলেন পুরাতন মালদহের চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ পুরসভার একাধিক কাউন্সিলার।
মৌসমের প্রচারে সবসময়ই সঙ্গী হচ্ছে তাঁর মায়ের শাড়ি এবং ঘড়ি। মৌসমের কথায়, মায়ের জিনিস ব্যবহারে তিনি মনে অদ্ভুত একটা জোর পান। তাঁর মনে হয় মা যেন সবসময় তাঁর সঙ্গেই রয়েছেন। তাই তিনি তাঁর জয় নিয়ে নিশ্চিত। কারণ মায়ের আশীর্বাদ রয়েছে তাঁর সঙ্গে। আর মানুষ যেভাবে তাঁকে আপন করে নিয়েছেন তাতে জয় কার্যত সময়ের অপেক্ষা।