গতকাল বিরাটবাহিনীর কাছে পরাজিত হল কলকাতা নাইট রাইডার্স। নিজের ঘরের মাঠেই নাইটবাহিনী পরাজয় বরণ করল ব্যাঙ্গালোরের কাছে। বিরাট বাহিনীর ২১৩ রানের জবাবে ২০ ওভার খেলে ২০৩ রান তোলে ডিকের কলকাতা। এ দিনও ইডেন সাক্ষী থাকল আন্দ্রে রাসেলের ছক্কাবৃষ্টির। কিন্তু তাতেও ম্যাচ জিততে পারল না। কানের পাশ দিয়ে ম্যাচ বেরিয়ে গেল কলকাতার।
ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করতে নেমে কলকাতার সামনে ২১৩ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। ৫৮ বল খেলে কোহলি করেন ১০০ রান। বিরাটের এই ইনিংস ৯টি চার এবং ৪টি ছক্কায় সাজানো। ব্যাঙ্গালোরের হয়ে ৬৬ রান করেন মইন আলি। ২৮ বলে মইন ৫টি চার এবং ৬টি ছয় মারেন। আর তাঁদের সুবাদেই মাত্র ৪ উইকেট হারিয়ে বিশাল রানের পাহাড় খাড়া করে ব্যাঙ্গালোর।
২৫টি মাত্র বল খেলে ৬৫ রানের ইনিংস উপহার দেন আন্দ্রে রাসেল। ছক্কা হাঁকান ৯টি এবং ৪ মারেন মাত্র ২টি। এক্কেবারে শেষ মুহূর্তে বিরাট রান আউট করেন রাসেলকে। আর তাতেই তাল কেটে যায় কলকাতার। ৫ উইকেটে ২০৩ রান তোলে কলকাতা। মাত্র ১০ রানে হারতে হয় বিরাট বাহিনীর কাছে। ২ রান করে আউট হয়ে যান ক্রিস লিন। সুনীল নারিন করেন ১৮ রান। শুভমন গিল এবং রবীন উথাপ্পা দু’জনেই ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।