রাজনীতির নামে দুর্নীতি করলে তাঁকে ছেড়ে দেবে না বিজেপি। দুর্নীতি করলে শাস্তি তো পেতেই হবে। আর এব্যাপারে কেউ যদি বিজেপির দিকে আঙুল তোলে তবে তাঁর আঙুল ভেঙে দেওয়া হবে। কারণ বিজেপি দুর্নীতি করেনা। কেউ যদি একথা বলেন, তবে তাঁকে মাটিতে পুঁতে দিতেও দুবার ভাববে না বিজেপি। উত্তরপ্রদেশের গাজিপুরে একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সাসংদ মনোজ সিনহা এই বক্তব্যেই গর্জে উঠেন।উত্তরপ্রদেশের গাজিপুরে বিএসপি-এসপি জোট প্রার্থীর সঙ্গে ভোট লড়াইয়ে সামিল বিজেপি। সেখানে বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করেন মনোজ সিনহা। বলেন, এখানে বিসএসপি-এসপি জোট প্রার্থীর বিরুদ্ধে লড়তে আমরা তৈরি।
তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে, অভয় দেন কাউকে ভয় পাওয়ার কিছু নেই। বিজেপিকর্মীর বিরুদ্ধে আঙুল তুললে, চার ঘণ্টার মধ্যে তার আঙুল ভেঙে দেওয়া হবে। বিজেপি সাংসদ আরও হুমকি দেন কেউ যদি বিজেপিকর্মীদের দিকে আঙুল তুলে ধরার সাহস করে, তবে তার সমাধির ব্যবস্থা করা হবে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন গিরিশ চাঁদ যাদব-সহ বেশ কয়েকজন মন্ত্রী। সেখানেই সাংসদ এই হুঙ্কার ছাড়েন।