‘মোদী হলেন বাঁশের মত ফাঁপা’ এইরকম ভাষায় কটাক্ষ করলেন কংগ্রেস নেতা নভজোত সিং সিধু। ‘মোদীর প্রতিশ্রুতি’ নিয়েও কটাক্ষ করেন তিনি। সিধু বলেন, দেশের ০.১% বড় করপোরেটের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। আর তাঁর সময়কালে তিনি প্রমাণ করে দিয়েছেন যে, দেশের কৃষক, শ্রমিক ও গরিব-সহ ৯৯.৯% মানুষের কোনও অস্তিত্বই নেই তাঁর জীবনে। সিধুর কথায়, ‘মোদী বিশ্বাস করেন যে প্রতিশ্রুতি ও ডিমের ভবিতব্যই ভেঙে ফেলা। মোদীর প্রতিশ্রুতিগুলি বাঁশের মতো। কোঝিকোড়ে, ভাদাকারা ও ওয়ানাডের কিছু অংশে প্রচারে গিয়ে বিজেপির বিরুদ্ধে এই রকমই আক্রমণ করেন তিনি।
তিনি শুধু বিজেপিকে আক্রমণ করেই ক্ষান্ত থাকেন নি। মোদীর বিদেশ সফর নিয়েও তিনি কটাক্ষ করেন। এমনকি মোদীর ‘চৌকিদার’ স্লোগানকেও তীব্র কটাক্ষ করেন তিনি। এইভাবেই সিধু একের পর এক বাক্যবাণে বিগত কয়েকদিন বিধ্বস্ত করছেন মোদী ও তাঁর সরকারকে।