দুর্নীতির অভিযোগ বিজেপির বিরুদ্ধে নতুন কিছু নয়। মানুষের জন্যে কাজ নয়, নিয়ম বিরুদ্ধ কাজেই সবসময় মন থাকে গেরুয়া শিবিরের। এবার উঠল প্রচারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগ। পূর্ব বর্ধমানের এই ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে উত্তেজনা।
তৃণমূল নেতা সৌমেন্দু পসারী জানিয়েছেন, “ বিজেপির কর্মীরা খেড়ুর এবং ছাতনি গ্রামে মিটিং করে এবং তারপরে এলাকায় আমাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেয়। তখন আমাদের কয়েকজন ওদের ধরে ফেলে, তখন তাদের ব্যাগে বান্ডিল বান্ডিল টাকা দেখতে পাওয়া যায় আর তার থেকেই স্পষ্ট যে ওরা ভোট কিনতে এসেছিল”।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল সকালে তৃণমূলের দলীয় পতাকা লাগানো গাড়ি মাঝরাস্তায় অকারণে আটকে রাখে বিজেপির কর্মীরা। দুটি ঘটনাতেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় আবারও স্পষ্ট হল বিজেপি ভয় পাচ্ছে কারণ যেভাবে দেশ জুড়ে বিজেপি বিরোধী হাওয়া বইছে তাতে বিজেপির পতন নিশ্চিত আর তাই নিজেদের হাল ঠিক এসব অন্যায়ের পথে হাঁটছে বিজেপি।